Wednesday 14 October 2015

আন্তর্জাতিক বিষয়াবলী এর বিভিন্ন প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী এর বিভিন্ন প্রশ্ন ও উত্তর

১.প্রশ্নঃযুক্তরাষ্ট্র ইউনিয়ন এ কোন ষ্টেট সর্বশেষ এ যোগ দেয় ?
উত্তরঃহাওয়াই
২.প্রশ্নঃশেভেন চুক্তি হচ্ছে -
উত্তরঃকর হ্রাস করা চুক্তি
৩.প্রশ্নঃযুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন । তিনি হচ্ছেন -
উত্তরঃক্যালিফোর্নিয়া
৪.প্রশ্নঃমাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহন করেন ?
উত্তরঃমেসেডোনিয়া
৫.প্রশ্নঃআবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?
উত্তরঃফিলিপাইন
৬.প্রশ্নঃগ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ?
উত্তরঃ৬ ঘণ্টা
৭.প্রশ্নঃইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সাময়িক অভিযান শুরু হয়?
উত্তরঃ২০০৩ সালের ২০ মার্চ
৮.প্রশ্নঃবিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
উত্তরঃদক্ষিণ সুদান
৯.প্রশ্নঃমধ্য প্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
উত্তরঃ১৯৭৩ সালে
১০.প্রশ্নঃআন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কের শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বারিত হয়-
উত্তরঃ১৯২৮ সনের ২৭ আগস্ট
১১.প্রশ্নঃবিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
উত্তরঃইয়োকোহামা
১২.প্রশ্নঃবিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
উত্তরঃমেসোপটেমিয়ায়
১৩.প্রশ্নঃনিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
উত্তরঃযুক্তরাষ্ট্র
১৪.প্রশ্নঃপ্রথম কোন শিশু ‘ইভ’ এর জন্ম-তারিখ কী?
উত্তরঃডিসেম্বর ২৬, ২০০২
১৫.প্রশ্নঃবিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি?
উত্তরঃবুর্জ খলিফা
১৬.প্রশ্নঃ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে কোন দেশ?
উত্তরঃসোমালিয়া
১৭.প্রশ্নঃমালয়েশিয়ার জাতীয় আয়ের কত শতাংশ রাবার থেকে আসে?
উত্তরঃ৪০%
১৮.প্রশ্নঃজিরো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
উত্তরঃনিউইয়র্কে
১৯.প্রশ্নঃUN এর দাপ্তরিক ভাষা নয় কোনটি ?
উত্তরঃপর্তুগীজ
২০.প্রশ্নঃইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
উত্তরঃআটলান্টিক-উত্তর সাগর

Popular Posts

Powered by Blogger.