Wednesday 14 October 2015

বাংলাদেশ বিষয়াবলী এর ২০ টা প্রশ্ন উত্তর

বাংলাদেশ বিষয়াবলী এর ২০ টা প্রশ্ন উত্তর

১.প্রশ্নঃটেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃনাফ
২.প্রশ্নঃদক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃহাড়িয়াভাঙ্গা
৩.প্রশ্নঃগৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
উত্তরঃহোসেন শাহ্‌
৪.প্রশ্নঃবাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?
উত্তরঃসেন্ট মার্টিন
৫.প্রশ্নঃবাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ?
উত্তরঃ৭ মার্চ,১৯৭৩ সালে
৬.প্রশ্নঃবাংলাদেশের গ্রামের সংখ্যা কত ?
উত্তরঃ৮৭,৩৭২ টি
৭.প্রশ্নঃ.নিঝুম দ্বীপের আয়তন কত ?
উত্তরঃ৩৫.১৩৫ বর্গমাইল
৮.প্রশ্নঃহাজংদের অধিবাস কোথায় ?
উত্তরঃময়মনসিংহ ও নেত্রকোনা
৯.প্রশ্নঃজাতীয় স্মৃতীসৌধের উচ্চতা কত ?
উত্তরঃ৪৬.৫ মি.
১০.প্রশ্নঃঅপরাজেয় বাংলা কবে উদ্ধোধন করা হয় ?
উত্তরঃ১৬ ডিসেম্ববর, ১৯৭৯
১১.প্রশ্নঃঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?
উত্তরঃবাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
১২.প্রশ্নঃঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
উত্তরঃ১৬১০ সালে
১৩.প্রশ্নঃদিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে ?
উত্তরঃকয়লা
১৪.প্রশ্নঃবাংলাদেশের কোথায় সুরমা অও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?
উত্তরঃভৈরব
১৫.প্রশ্নঃপ্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন ?
উত্তরঃগাজী আশরাফ হোসেন লিপু
১৬.বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
উত্তরঃউন্নত জাতের গম শস্য
১৭.প্রশ্নঃবেসরকারি বিল কাকে বলে ?
উত্তরঃসংসদ সদস্যদের উথাপিত বিল
১৮.প্রশ্নঃবাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ?
উত্তরঃগ্রামীণ ব্যাংক
১৯.প্রশ্নঃকোন আইন সংস্কার করে র‍্যাব গঠন করা হয় ?
উত্তরঃআর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯
২০.প্রশ্নঃবাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
উত্তরঃতিস্তা সেচ প্রকল্প

Popular Posts

Powered by Blogger.