Wednesday 14 October 2015

সাধারণ বিজ্ঞান এর ২০ টা প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃমানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে?
উত্তরঃ২৩ জোড়া?
প্রশ্নঃরক্তে হিমোগ্লোবিনের কাজ?
উত্তরঃঅক্সিজেন পরিবহন করা?
প্রশ্নঃমস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের?
উত্তরঃএক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে?
প্রশ্নঃঅক্সিন হচ্ছে এক প্রকার?
উত্তরঃহরমোন ?
প্রশ্নঃকোনটি এ্যান্টিবায়োটিক ?
উত্তরঃপেনিসিলিন ?
প্রশ্নঃজন্ডিসে আক্রান্ত হয়?
উত্তরঃযকৃত
প্রশ্নঃমানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
উত্তরঃটায়ালিন
প্রশ্নঃডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখেন?
উত্তরঃধমনির স্পন্দন
প্রশ্নঃষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
উত্তরঃমস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
প্রশ্নঃকোনটি রক্তের কাজ নহে?
উত্তরঃজারক রস বিতরণ করা
প্রশ্নঃনিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়?
উত্তরঃনেফ্রন
প্রশ্নঃনাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
উত্তরঃধমনীর ভেতর দিয়ে
প্রশ্নঃটিবিও ফিবুলা কোথায় অবস্থান করে?
উত্তরঃপায়ে
প্রশ্নঃসেলসিয়াস স্কেলে মানব-দেহের তাপমাত্রা কত?
উত্তরঃ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস
প্রশ্নঃদূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উত্তরঃকার্বন মনোক্সাইড
প্রশ্নঃঅগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উত্তরঃইনসুলিন
প্রশ্নঃমানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র?
উত্তরঃস্ফিগমোম্যানোমিটার
প্রশ্নঃরক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
উত্তরঃখাসির মাংস
প্রশ্নঃমানুষের রক্তের pH কত?
উত্তরঃ7.4
প্রশ্নঃজরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?
উত্তরঃএন্ডোমেট্রিয়াম

Popular Posts

Powered by Blogger.